সুন্দরগঞ্জে বন্যা নিয়ন্ত্রন বেরিবাঁধে আশ্রিতরা এখন আশ্রয়হীন

এ.কেএম শামছুল হক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ  গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় বন্যা নিয়ন্ত্রন বেরিবাঁধে আশ্রিতরা এখন আশ্রয়হীন হয়ে মানবেতর জীবন যাপন করছেন।জানা গেছে, উপজেলার হরিপুর- চিলমারী পর্যন্ত যোগাযোগের জন্য সরকার তিস্তা নদীর উপর ৫’শ ৩০ কোটি টাকা ব্যায়ে প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ গার্ডার সেতু নির্মাণের সিদ্ধান্ত নেয়। সেতুটির সাথে প্রায় ৫২ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণে উদ্যোগ গ্রহন করা হলে ইতোমধ্যে সংযোগ সড়কগুলোতে ১৮ কোটি টাকা ব্যয়ে মাটি ভরাটের কাজ শুরু হয়। এরই ধারাবাহিকতায় তিস্তা সেতু নির্মাণ স্থান থেকে উপজেলা সদর পর্যন্ত সংযোগ বন্যা নিয়ন্ত্রন বেরি বাঁধটিতে আশ্রিত নদী ভাঙ্গন কবলিত শতশত অসহায় পরিবার প্রায় ৩০/৩২ বছর থেকে মাথা গোজার ঠাই খুঁজে পেলেও বেরি বাঁধটি প্রশস্থকরনের কাজ শুরু হলে আশ্রিত পরিবারগুলো উচ্ছেদের মুখে পড়ে। এতে করে তারা আকষ্মিকভাবে আশ্রয়হীন হয়ে পড়ে। এ নিয়ে কথা হয় ভুক্তভোগী কালু চন্দ্র দাস, গোপাল চন্দ্র, শুশিলা রাণী, অনিল চন্দ্র বর্মণসহ অনেকের সাথে। তারা জানান, তিস্তা নদীর করাল গ্রাসে বাপ-দাদার ভিটা-মাটি হারিয়ে নিঃস্ব হয়ে প্রায় ৩০/৩২ বছর ধরে বাঁধে নড়বড়ে ঘর-বাড়ি নির্মাণ করে পরিবার-পরিজন নিয়ে কোনরকমে জীবিকা নির্বাহ করে আসছিলাম। তিস্তা সেতুর সংযোগ সড়ক নির্মাণের পরিকল্পনা আমাদের ছন্নছাড়া করেছে। তারা সরকারের কাছে বিকল্প বাস্তভিটা গড়ে তোলার জন্য দাবী জানিয়েছেন। এব্যাপারে পানি উন্নয়ন বোর্ড গাইবান্ধা’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রহমানের সাথে কথা হলে তিনি জানান কাজটি এলজিইডি বাস্তবায়ন করছে। তবে এ সকল অসহায় পরিবার জেলা প্রশাসক বরাবর বাস্তভিটার জন্য আবেদন জানালে হয়তো তাঁর মাধ্যমে সরকারিভাবে মাথা গোজার ঠাই পাবে। এলজিইডির উপজেলা প্রকৌশলী আবুল মুনসুর জানান, সরকারিভাবে কোন ব্যবস্থা না থাকায় অনেকে নিজস্ব ব্যবস্থাপনায় অন্যত্র বসতবাড়ি নির্মাণ করছে।

সুন্দরগঞ্জে নকলনবীশ এসোসিয়েশনের নির্বাচন সম্পন্ন

এ.কেএম শামছুল হক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় নকল নবীশ এসোসিয়েশনের নির্বাচন সু-সম্পন্ন হয়েছে।
গত শনিবার অনুষ্ঠিত নির্বাচনে ৩ টি পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ অনুষ্টিত হয়। এতে মোজাম্মেল হক ২৬ ভোট পেয়ে সভাপতি, আশিকুর রহমান ২৪ ভোট পেয়ে সাধারণ সম্পাদক ও ইউনুছ আলী ২৫ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ