কয়রায় ৪নং কয়রা কমিউনিটি কিনিকের ইন্টারফেস মিটিং অনুষ্ঠিত
কয়রা প্রতিনিধিঃ উপজেলার ৫নং কয়রা ইউনিয়নের ৪নং কয়রা কমিউনিটি কিনিকের ইন্টারফেস মিটিং অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০ টায় (ইউএসএআইডি)’র অর্থায়নে নবযাত্রা প্রকল্পের সামাজিক দায়বদ্ধতা কম্পোনেটের উদ্যোগে ও উপজেলা স্বাস্থ্য বিভাগের সার্বিকসহযোগিতায় ৪নং কয়রা কমিউনিটি কিনিক সংলগ্ন মাঠে ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ লুৎফর রহমানের সভাপতিত্বে সারা দিন ব্যাপী কিøনিকের সেবা ও প্রাতিষ্ঠানিক উন্নয়নের জন্য কমিউনিটির অংশ গ্রহনে ইন্টারফেস মিটিং অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিসংখ্যান অফিসার মোঃ শফিকুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মিঃ জন পি ব্যাপারী। সোস্যাল একাউন্টিবিলিটি অর্গানাইজার অসিত দেবনাথের উপস্থাপনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ঠ সমাজ সেবক ছহিলউদ্দিন সরদার, টেশনিক্যাল অফিসার এম জহিরুল কাইয়ুম, এসএও মোঃ শাহজালাল হোসেন, এমসিএইচ শাহনেওয়াজ। উল্লেখ্য ইউপি সদস্য লুৎফর রহমান জনগণের দাবির প্রেক্ষিতে কিনিকের উন্নয়নকল্পে কিনিকের মাঠ ভরাট ও রোগী পরিবহনের জন্য একটি ভ্যান প্রদানের অঙ্গিকার করেন। এছাড়া কিনিকটির তহবিল সৃষ্টি করার লক্ষ্যে উপস্থিত সদস্যদের মধ্যে থেকে সর্বমোট ২০৫৫০ টাকা প্রদানের অঙ্গিকার করেন।