নাটোরের লালপুরে ট্রাকের চাকায় পিস্ট হয়ে পুলিশ সদস্যর মৃত্যু
নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুরে ট্রাকের সংগে মোটর সাইকেলের সংঘর্ষে এনামুল হক (৩০) নামে পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। রোববার বিকেল ৪টার দিকে লালপুর- ঈশ্বরদী সড়কে পলিদেহা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত এনামুল হক বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলা বড় কতুবপুর গ্রামের বেলাল হোসেনের ছেলে। নিহত এনামুল হক পাবনা পুলিশ লাইনে কর্মরত ছিলেন। লালপুর থানা পুলিশ ট্রাকের চালক ঈশ্বরদী উজেলার মশুরি পাড়ায় মৃত মেরাজ আলীর ছেলে নাসির আলী (৫০) কে আটক করেছে।স্থানীয় সুত্রে জানাযায়, এনামুল হক পালসার মোটর সাইকেল যোগে লালপুর – ঈশ্বরদী সড়ক হয়ে পাবনা ফিরছিলেন। পলিদেহা এলাকায় পৌছালে লালপুরগামী একটি ট্রাকের সাথে মোটরসাইলের সংঘর্ষ হয় । এসময় এনামুল হকের মাথা ট্রাকের চাকার পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লালপুর থানা অফিসার ইনচার্জ আবু ওবায়েদ ঘটনার সত্যতা শিকার করে বলেন ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতারে মর্গে পাঠানো হয়েছে। ট্রাক ও ট্রাক চালক নাসির আলীকে আটক করা হয়েছে । এঘটনায় থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।