নাটোরে অবৈধ পুকুর খননের বিরুদ্ধে হাইকোর্টের রুলজারী
নাটোর প্রতিনিধি : জাতীয় ভূমি ব্যবহার নীতিমালা লঙ্ঘন করে কৃষি নির্ভরশীল নাটোর উপজেলায় গাজীপুর মৌজায় আবাদী কৃষি জমি নষ্ট করে ব্যাপক হারে অবৈধ পুকুর খননের মহোৎসব বিরাজ করায় অত্র এলাকায় কৃষি ফসলের উৎপাদন চরমভাবে হ্রাস পাচ্ছে। পাশাপাশি উক্ত এলাকায় বসবাসকারী মানুষের মাথাপিছু আবাদী কৃষি জমির পরিমান ক্রমশই কমতে শুরু করেছে।সাম্প্রতিক কালে জাতীয় ভূমি ব্যবহার নীতিমালা লঙ্ঘন করে স্থানীয় প্রভাবশালী কতিপয় স্বার্থান্বেসী ব্যক্তিরা স্থানীয় প্রশাসনের সহযোগীতায় নির্বিঘ্নে শত শত হেক্টর আবাদী কৃষি জমি নষ্ট করে এবং উহার আকার ও শ্রেণী পরিবর্তনের মাধ্যমে অবৈধ পুকুর খনন করে মৎস চাষ করার ফলে কৃষি নির্ভরশীল বাংলাদেশের দীর্ঘ মেয়াদী তি করছেন। ফলে অত্র এলাকার সর্ব সাধারণের খাদ্য নিশ্চয়তার হুমকি এবং অধিক জলাবদ্ধতাসহ উক্ত এলাকায় পরিবেশের উপর দীর্ঘমেয়াদী বিরুপ প্রভাবের হাত থেকে রা পাওয়ার জন্য এবং জাতীয় ভূমি ব্যবহার নীতিমালার বিধি-বিধান যথাযথ বাস্তবায়নের ল্েয গাজীপুর মৌজায় ভূমির আকার ও শ্রেণী পরিবর্তন করে অবৈধ পুকুর খনন বন্ধে অত্র এলাকার সর্বসাধারণ মানুষ স্থানীয় প্রশাসন সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে লিখিত ভাবে অবহিত করেন।
এই বিষয়ে প্রশাসনিক ভাবে কার্যকরি কোন পদপে গ্রহন না করায় এলাকাবাসীর পে মোঃ মোজাম্মেল, মোঃ শামসুজ্জামান ও মোঃ হাবিবুর রহমানসহ অত্র এলাকার সচেতন ২৭জন কৃষক স্বপ্রণোদিত হয়ে গাজীপুর মৌজায় কৃষি আবাদী জমি নষ্ট করে এবং উহার আকার ও শ্রেণী পরিবর্তনের মাধ্যমে অবৈধ পুকুর খনন বন্ধে কার্যকর পদপে গ্রহণে প্রশাসনের নিষ্ক্রিয় তাকে চ্যালেঞ্জ করে বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগে জনস্বার্থে গত ১১/০২/২০১৮ইং তারিখে ২০৭৮/২০১৮ ইং একটি রীট পিটিশন দায়ের করেন। যা গত ১২/০২/২০১৮ইং তারিখে শুনানীনান্তে মহামান্য হাইকোর্ট বিভাগ গাজীপুর মৌজায় অবৈধ পুকুর খনন বন্ধে সচিব, ভূমি মন্ত্রণালয়, জেলা প্রশাসক, নাটোর, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব), নাটোর, উপজেলা নির্বাহী কর্মকর্তা, নাটোর, সহকারী কমিশনার (ভূমি), নাটোর ও ভারপ্রাপ্ত কর্মকর্তা , নাটোর (সদর) এর প্রতি রুল নীশি জারি করেন।
উক্ত রীটপিটিশনকারীর পে সুপ্রীম কোর্টের আইনজীবি মোঃ জালাল উদ্দিন (উজ্জ্বল) উক্ত রীটি পিটিশনটি দায়ের করেন এবং উক্ত রীটের শুনানীতে মোঃ মেসবাউল ইসলাম আসিফ অংশগ্রহন করেন ও তাকে সার্বিক সহযোগীতা করেন রীট দায়েরকারী আইনজীবি মোঃ জালাল উদ্দিন (উজ্জ্বল)।