মহেশপুরে ১শ ৫৬ বোতল ফেনসিডিল সহ ১ মাদক ব্যবসায়ী আটক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ বুধবার দিবাগত রাত্রে ঝিনাইদহের মহেশপুর উপজেলার গুড়দাহ বাজার থেকে ১শ ৫৬ বোতল ফেনসিডিল সহ ১ মাদক ব্যবসায়ীকে আটক করেছে দত্তনগর ফাঁড়ি পুলিশ। মহেশপুর থানা সূত্রে প্রকাশ, উপজেলার শ্যামকুড় গ্রামের রুস্তম আলীর ছেলে শামীম মোল্লা(২৮) একজন মাদক ব্যবসায়ী। বুধবার দিবাগত রাত্রে গুড়দাহ বাজার থেকে এক বস্তা ফেনসিডিল পাচার করার সময় দত্তনগর ফাঁড়ির এস.আই গাজী রবিউল ইসলাম গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে আটক করে। তার কাছ থেকে ১শ ৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৮০ হাজার টাকা। এ ব্যাপারে মহেশপুর থানায় ১৯৭৪ আইনের বিশেষ ক্ষমতায় একটি মামলা হয়েছে। যার নং-১৫(২)১৮।
মহেশপুর থানায় দায়িত্বরত এস.আই আলিমুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।