মধুখালীতে তিন ব্যাপি বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বাধন
সাগর চক্রবর্ত্তী,ফরিদপুর প্রতিনিধি ঃ ফরিদপুরের মধুখালীতে উপজেলার রায়পুর ইউনিয়নের ব্যাসদী গ্রামে অবস্থিত রাশিদা নবী উচ্চ ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তিন ব্যাপি বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় রাশিদা নবী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালনা পরিষদের সভাপতি জাহেদুন নবীর সভাপতিত্বে ও সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহসভাপতি শাহজাহান হেলালের সঞ্চালনায় বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রিড়া অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহাদত হোসেন কবির।
উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত ববক্তব্য রাখেন রাশিদা নবী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তারিকুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মাদ ইকবাল হাসান, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইসমাইল হোসেন, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মৃধা ও ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ আলী আকবার খন্দকার সহ প্রমুখ ।
এ সময় বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য অভিভাবক শিক্ষক ছাত্র-ছাত্রী ও এলাকার সুধীজনেরা উপস্থিন ছিলেন ।