মহেশপুরে মানব পাচার প্রতিরোধে সিটিসি ও সিভিজি সদস্যদের প্রশিক্ষন অনুষ্ঠিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ বুধবার সকালে মহেশপুরের নেপা ইউনিয়ন পরিষদের হলরুমে মানব পাচার প্রতিরোধে সিটিসি ও সিভিজি সদস্যদের নিয়ে এক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
নেপা ইউনিয়নের চেয়ারম্যান শামছুল আলম মৃধার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষনে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সকল সদস্যগন সহ সিভিজি ও সিটিসি সদস্যরা। প্রশিক্ষনটি পরিচালনা করেন আরডিসির ইউনিয়ন ফ্যাসিলিটেটর মোঃ নজরুল ইসলাম। প্রশিক্ষনে মানব পাচার ও অনিরাপদ অভিবাসনের ক্ষতিকর দিক গুলো তুলে ধরা হয় এবং অনিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরেধের জন্য কমিটির সদস্যদের এলাকার জনগনকে সাথে নিয়ে নিবিড় ভাবে কাজ করার জন্য পরামর্শ দেওয়া হয়। উল্লেখ্য প্রকল্পটি জার্মান ভিত্তিক অড়ি ওহঃবৎহধঃরড়হধষ এর অর্থায়নে মানবাধিকার সংগঠন আরডিসি ও রাইটস যশোর বাস্তবায়ন করছে।