কেশবপুরে নাশকতা মামলায় জামায়াতের রোকন আটক
তন্ময় মিত্র বাপী, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামী ইউনিয়ন জামায়াতের রোকন জামাল উদ্দিনকে(৪৮) আটক করেছে। থানার উপ-পরিদর্শক খান আবদুর রহমান জানান, মঙ্গলবার রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার বারুইহাটি গ্রামের নওশের আলী মোল্ল্যার ছেলে সারগদাঁড়ী ইউনিয়ন জামায়াতের রোকন জামাল উদ্দিনকে ওই এলাকা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে কেশবপুর থানায় নাশকতা সৃষ্টির মামলা রয়েছে। বুধবার আটককৃতকে যশোর আদালতে সোপর্দ্দ করা হয়েছে। ##
কেশবপুর শহরে টাইগার পয়েন্ট উদ্বোধন
জ্জতন্ময় মিত্র বাপী, কেশবপুর (যশোর) ॥
যশোরের কেশবপুর পৌরসভা সড়কে শহরের শোভা বর্ধনে দু’টি রয়েল বেঙ্গল টাইগারের প্রতিমূর্তি স্থাপন করা হয়েছে। মঙ্গলবার পৌর সভার প্রবেশ দ্বারে স্থাপনকৃত রয়েল বেঙ্গল টাইগারের প্রতিমূর্তি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। উদ্বোধনকালে পৌর মেয়র ওই স্থানের নামকরণ করেন টাইগার পয়েন্ট। এ সময় উপস্থিত ছিলেন, কেশবপুর প্রেসকাবের সভাপতি আশরাফ-উজ-জামান খান, পৌর সভার সচিব হারিসউদ্দীন, অধ্যাপক মশিউর রহমান, ওয়ার্ড পরিচালক সৈয়দ আকমল আলী, কাউন্সিলর আফজাল হোসেন বাবু, মেহেরুন্নেছা মেরী, আছিয়া খাতুন, সিপিবির সাধারণ সম্পাদক মফিজুর রহমান নান্নু, প্রমুখ। উদ্বোধনকালে সংপ্তি বক্তব্যে মেয়র রফিকুল ইসলাম বলেন, কেশবপুরে অনেক ঐতিহ্য রয়েছে। এরমধ্যে মহাকবি মাইকেল মধুসূদন দত্ত, মনোজ বসু, ধীরাজ ভট্টাচার্য, মানকুমারী বসু, সাবেক শিামন্ত্রী প্রয়াত এএসএইচকে সাদেক। তিনি তাদেরকে স্মরণ করেন। জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নির্দেশনায় কেশবপুরকে নান্দনিক শহর হিসেবে গড়ে তোলার ল্েযই এ টাইগার পয়েন্ট উদ্বোধন করা হয়েছে। এছাড়াও তিনি কেশবপুরের ঐতিহ্যকে ধরে রাখার জন্যে বিভিন্ন স্থাপনা তৈরীর ঘোষণা দেন।