কেশবপুরে ৬০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
তন্ময় মিত্র বাপী, (যশোর) : যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হাসান মহলদার(৩০)কে ৬০ পিচ ইয়াবাসহ আটক করে। থানার অফিসার ইনচার্জ শাহাজান আহম্মেদ জানান, সোমবার রাতে গোপন সংবাদের পুলিশ অভিযান চালিয়ে উপজেলার কেদারপুর গ্রামের হযরত আলী মহলদারের ছেলে হাসান মহলদারকে বসুন্তিয়া এলাকা থেকে আটক করা হয়েছে। এ সময় তার দেহ তল্লাশি করে ৬০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় কেশবপুর থানায় মদক দ্রব্য আইনে মামলা হয়েছে। আটককৃত হাসান মহলদারের বিরুদ্ধে কেশবপুর, তালা, পাটকেলঘাটা, ডুমুরিয়া থানায় একাধিক ডাকাতি মামলা রয়েছে। মঙ্গলবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। ##
কেশবপুরে নাশকতা মামলায় বিএনপি নেতা আটক
তন্ময় মিত্র বাপী, (যশোর) ॥
যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা মামলার আসামী কাশিমপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেন(৬০) কে আটক করেছে। থানার এস আই ফকির ফেরদৌস হোসেন জানান, সোমবার রাতে সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কাশিমপুর গ্রামের মৃত আবদুর রাজ্জাকের ছেলে কাশিমপুর ওয়ার্ড বিএনপির সভাপতি মোশারফ হোসেনকে ওই এলাকা থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে কেশবপুর থানায় নাশকতা সৃষ্টির মামলা রয়েছে। যার নম্বর-০১। মঙ্গলবার সকালে আটককৃতকে যশোর আদালতে সোপর্দ্দ করা হয়েছে।