রাণীনগরে ইউনিয়ন যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) : নওগাঁর রাণীনগরের ইউনিয়ন যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বিকেলে রাণীনগর খট্রেশ্বর ইউনিয়ন যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয় ।
উপজেলা সদরের মাদার কেয়ার স্কুল এ্যান্ড কলেজ চত্ত্বরে রাণীনগর উপজেলা যুব মহিলা লীগের আহবায়ক মমতাজ বেগম সাথী’র সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য ইসরাফিল আলম। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মোছা: খাদিজা আক্তার শিল্পি, কার্যনির্বাহী সদস্য কামরুন নাহার লিপি, উসমিন-আরা বেলি, নওগাঁ জেলা শাখার সভাপতি নাতিসা আলম, সাধারণ সম্পাদক মোছা: ফেন্সী চৌধুরী, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, একডালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল ইসলাম। অনুষ্ঠিত সম্মেলনে বেদেনা বেগম কে সভাপতি ও স্বর্ণা আক্তার কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি ঘোষনা করা হয়। এর আগে গত রবিবার বিকেলে মর্জিনা বেগমকে সভাপতি ও রাবেয়া আক্তার খুশিকে সাধারণ সম্পাদক নির্বাচন করে ৫১ সদস্য বিশিষ্ট উপজেলার কাশিমপুর ইউনিয়ন আওয়ামী-যুব মহিলা লীগের কমিটি ঘোষনা করা হয় ।