রাণীনগরে যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর রাণীনগরের ২নং কাশিমপুর ইউনিয়ন যুব মহিলা লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার ত্রিমোহনী উচ্চ বিদ্যালয় মাঠে যুব মহিলা লীগের রাণীনগর শাখার আহবায়ক মমতাজ বেগম সাথী’র সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির শিল্প ও আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক মোছা: খাদিজা আক্তার, কার্যনির্বাহী সদস্য কামরুন নাহার লিপি, হুসনেআরা বেলি, নওগাঁ জেলা শাখার সভাপতি নাতিসা আলম, সাধারণ সম্পাদক মোছা: ফেন্সী চৌধুরী, উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন, কাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান প্রমুখ। অনুষ্ঠিত সম্মেলনে মোছা: মর্জিনা বেগম কে সভাপতি, মোছা: রাবেয়া আক্তার খুশি কে সাধারণ সম্পাদক ও মোছা: নাছিমা বেগম এবং মোছা: ডলি বেগম কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৫১ সদস্য বিশিষ্ট ত্রি-বার্ষিক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।