অবশেষে জানা গেল জুনিয়র মুশফিকের নাম
নিউজ ডেস্ক : বাংলাদেশের জাতীয় টেস্ট দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম গত সপ্তাহেই বাবা হয়েছেন। গত ৫ ফেব্রুয়ারি ঢাকার একটি হাসপাতালে একটি ছেলে সন্তানের জন্ম দেন তার স্ত্রী জান্নাতুল কিফায়াত। এরপরেই ভক্তদের আগ্রহ ছিল মুশফিক পরিবার নবজাতকের কী নাম রাখবেন তা নিয়ে। এবার ঠিক হয়ে গেল সদ্যজাত সন্তানের নাম। আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে ছেলের নাম প্রকাশ করেছেন মুশফিক। নবজাতকের নাম শাহরুজ রহিম মায়ান। পোস্টে ছেলের সঙ্গে একটি ছবি প্রকাশ করে ক্যাপশনে মুশি লিখেছেন, ‘সবাইকে আসালামু ওয়ালাইকুম। আমার সন্তান শাহরুজ রহিম মায়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম। দয়া করে ওর জন্য সবাই দোয়া করবেন।’ এই রিপোর্ট লেখা পর্যন্ত পোস্টটিতে দুই ঘণ্টায় ৩৪ হাজারের বেশি লাইক পড়েছে। আড়াইশর মত শেয়ার হয়েছে। অসংখ্য ভক্ত শুভেচ্ছা জানাচ্ছেন মুশফিক দম্পতি এবং তাদের সন্তানকে। বেশিরভাগ ভক্তই বলছেন, বাবার মত নামী ক্রিকেটার এবং ‘মি. ডিপেন্ডেবল’ হয়ে উঠতে।