বিএনপি নেতা দুদু আটক
নিউজ ডেস্ক : বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন শেষে বাসায় ফেরার পথে সোমবার রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে তাকে আটক করা হয় বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার আবদুল বাতেন বিএনপি নেতা শামসুজ্জামান দুদুকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাকে আটকের কারণ বা কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কিনা সে বিষয়ে নিশ্চিত করেননি।প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ঢাকার বিশেষ জজ আদালত গত ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়। ওই রায়ের প্রতিবাদে এবং খালেদা জিয়ার মুক্তি দাবিতে সোমবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে বিএনপি। সকাল ১১টায় শুরু হওয়া এক ঘণ্টার ওই মানববন্ধন কর্মসূচিতে শামসুজ্জামান দুদুও ছাড়াও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।