রাঙ্গুনিয়ায় মুক্তিযোদ্ধা আহমদুল হক চেয়ারম্যান স্মৃতি ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন
রাঙ্গুনিয়া প্রতিনিধি : চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের দুই বারের নির্বাচিত সাবেক চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধাকালীন রাঙ্গুনিয়ার ডেপুটি কমান্ডার মরহুম আহমদুল হক চেয়ারম্যানের স্মৃতিতে শর্টপিস ক্রিকেট টুর্ণামেন্টের আয়োজন করেছে চন্দ্রঘোনা হাজীপাড়া তরুন সমাজ। টুর্ণামেন্টে রাঙ্গুনিয়ার ১৬টি দল অংশ নিয়েছে। শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকালে টুর্ণামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। চন্দ্রঘোনা হাজীপাড়া ফোরকানিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত উদ্বোধনী খেলায় অংশ নিয়েছে হাফেজ পাড়া সুপার কিং ও চন্দ্রঘোনা হাজীপাড়া আদর্শ কাব। খেলার প্রথমে ব্যাট করতে নেমে হাফেজ পাড়া সুপার কিং ১০৫ রান সংগ্রহ করে। ১০৬ রানের টার্গেটে ব্যাট করতে নেমে চন্দ্রঘোনা হাজীপাড়া আদর্শ কাব ৪৩ রানেই গুটিয়ে যায়। আধুরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদ সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সিনিয়র সহসভাপতি বদিউল খায়ের লিটন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন যুবলীগ নেতা হাবিবুর রহমান, চন্দ্রঘোনা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা ইমরান হোসেন নাহিদ, মরহুমের পুত্র নুরুদ্দিন হক, সোহেল খাঁন, আয়োজক মো. শওকত, মো. জাবেদ প্রমুখ। উদ্বোধনী খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন হাফেজ পাড়া সুপার কিং এর মো. সোহেল।