বিকেএসপিতে মাশরাফি ঝড়
নিউজ ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগে ব্যাট হাতে ঝড় তুললেন বাংলাদেশ ওয়ানডে দলপতি মাশরাফি বিন মর্তুজা। শুক্রবার বিকেএসপির ৩ নম্বর মাঠে কলাবাগানের বিপক্ষে আবাহনীর হয়ে ৫৪ বলে ৬৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন তিনি। পাশাপাশি বল হাতে ৪ উইকেট নিয়ে ম্যাচ জয়ের নায়কও তিনি। এদিন, টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ৪৯.৫ ওভারে ২১৭ রান করে আবাহনী। মাশরাফি ছাড়াও আবাহনীর হয়ে নাজমুল হোসেন শান্ত ৫৫ ও মোসাদ্দেক হোসেনের ৪০ রান করেন। জবাব দিতে নেমে মাশরাফির বোলিং তোপে ১৮১ রানে গুটিয়ে গেছে কলাবাগান ক্রীড়া চক্র। মুক্তার আলীর ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৪০ রান। আবাহনীর হয়ে মাশরাফি ৪টি, তাসকিন আহমেদ ৩টি উইকেট নেন।