দুর্গাপুরে আওয়ামীলীগের নাশকতা বিরোধী মিছিল ও সমাবেশ
নির্মলেন্দু সরকার বাবুল, দুর্গাপুর(নেত্রকোনা) : নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা আওয়ামীলীগ ৮ফেব্রুয়ারী খালেদা জিয়ার দুর্নীতির মামলাকে কেন্দ্র করে বিএনপি ও জামাতের নাশকতা ঠেকাতে মিছিল ও সমাবেশ করেছে। এ উপলক্ষে বৃহস্পতিবার সকাল থেকেই মিছিলে অংশ গ্রহন করেন দুর্গাপুর উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। মিছিল শেষে দলীয় কার্য়ালয়ের সন্মুখে আওয়ামীলীগ নেতারা বলেন খালেদা জিয়ার দুর্ণীতি মামলার রায়কে কেন্দ্র করে দুর্গাপুরের মাটিতে বিএনপি ও জামায়েতের কোন ধরনের নাশকতা করতে দেওয়া হবে না।