খালেদা জিয়ার ৫ বছরের সাজা দেওয়ার প্রতিবাদে বাজিতপুরে বিক্ষোভ মিছিল

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা: বিএনপির নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৫ বছরের সাজা দেওয়ার প্রতিবাদে গতকাল বৃহস্পতি বার দুপুর ২টা ৩০ মিনিটের দিকে পৌর বিএনপির সভাপতি ও বাজিতপুর পৌরসভার সাবেক মেয়র এহেসান কুফিয়ার নেতৃত্বে পৈলনপুর মোড় হতে রেজু মার্কেট পর্যন্ত পুলিশের বেরিকেট উপেক্ষা করে এক বিশাল ঝড়ো মিছিল করা হয়েছে। মিছিলের খবর পেয়ে বাজিতপুর থানার বিভিন্ন মোড়ে দায়িত্বরত পুলিশ সদস্যরা মারমুখী হয়ে তারা পৌর বিএনপির সভাপতি এহেসান কুফিয়াসহ বিএনপি নেতাকর্মীদেরকে গ্রেফতার করার জন্য হন্ন্যে হয়ে খোঁজে বেরাচ্ছে। একই সঙ্গে পৌর বিএনপির সভাপতি এহেসান কুফিয়ার বাড়ি বেরিকেট করে রেখেছে থানার পুলিশ। ওই এলাকার প্রতিটি বাড়ি বাড়ি তল্লাসি করছে পুলিশ। মিছিলে নেতৃত্ব দেন বাজিতপুর পৌর বিএনপির সভাপতি এহেসান কুফিয়া, বিএনপি নেতা জসিম মাহমুদ জসিম, পৌর যুবদল সভাপতি আব্দুল মালেক ভূইয়া মঞ্জু, বিপু মিয়া, নাদবি মিয়া, আজমল মিয়া, জুবায়ের মাহবুব, নিয়ামুল, মিজানুর রহমান প্রমুখ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ