গফরগাঁওয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারী আটক
গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা ঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে নাশকতার অভিযোগে উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী ও দারুল হিকমাহ মডেল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এমদাদুল হক কে আটক করেছে গফরগাঁও থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দুপুরে দিকে পৌরশহরের চাঁদনী মোড় থেকে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে আসেন। তার বাড়ি উপজেলার পাঁচবাগ ইউনিয়নের চরশাঁখচূড়া গ্রামে। গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান জানায়, তার বিরুদ্ধে নাশকতার অভিযোগ রয়েছে।