নিকলীতে র্যাবের হাতের ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার
শেখ উবাইদুল হক স¤্রাট নিকলী (কিশোরগঞ্জ) প্রতিনিধি ঃ কিশোরগঞ্জের নিকলীতে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। আজ সোমবার বেলা এগারটায় র্যাব-১৪ কিশোরগঞ্জ সিপিসি-২ এর কোম্পানী কমান্ডার ল্যাঃ শোভন খান (বিএন) এর নেতৃত্বে র্যাব সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে ৫৩০ পিস ইয়াবা সহ উপজেলার মনজিলহাটি কবরস্থান সংলগ্ন থেকে তাজুল ইসলাম তাজু (৩৫) নামের এক ইয়াবা ব্যবসায়ীকে ইয়াবা বিক্রয়কালে হাতে নাতে আটক করে র্যাব সদস্যরা । আটককৃত ইয়াবা ব্যবসায়ী উপজেলার মজলিশপুর গ্রামের সুন্দর আলী ফকিরের ছেলে বলে জানা যায়। এলাকাবাসী মতে সে দীর্ঘদিন যাবত নিকলী সহ বিভিন্ন স্থানে ইয়াবার চালান সংগ্রহ করে আসছিলো। এবং ইয়াবা ব্যবসায়ীদের সঙ্গবদ্ধ দলের একজন সক্রীয় ব্যবসায়ী বলে জানা যায়। ধৃত তাজুল ইসলামকে র্যাব-১৪ নিকলী থানা পুলিশে সোপর্দ করেছেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিকলী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছিলো।
উল্লেখ্য দীর্ঘদিন যাবত মাদক ব্যবসায়ীদের দৌরাত্ব বাড়লেও পরিমাণে খুব কম সংখ্যক মাদক ব্যবসায়ী গ্রেফতার হওয়ায় উপজেলার সদর সহ বিভিন্ন স্থানে প্রায়সই র্যাব-১৪ বিপুল পরিমাণ ইয়াবা সহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতারে করছে।