নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া থেকে দয়ারামপুর রাস্তার সংস্কার কাজের উদ্বোধন
নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া, ওয়ালিয়া , দয়ারামপুর, সোনাপুর ও সংঙ্করভাগেরহাট পর্যন্ত রাস্তার সংস্কার (ওভারলে) কাজের উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে সড়ক ও জনপথ অধিদপ্তরের সহযোগীতায় ১৫কোটি টাকা ব্যায়ে প্রায় ১৫ কিলো রাস্তার সংস্কার (ওভারলে) কাজের শুভ উদ্বোধন করেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আনোয়ার পাভেজ, বনপাড়া পৌর মেয়র কে এম জাকির হোসেন, সড়ক ও জনপথ বিভাগের উপ-পরিচালক সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও এলাকাবাসি।