মহেশপুরে সন্ত্রাস ও নাশকতার গোপন বৈঠক থেকে ককটেল সহ ১২ জন আটক
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ ঝিনাইদহের মহেশপুরে সন্ত্রাস ও নাশকতা করার উদ্দেশ্যে গোপন বৈঠক করার সময় ককটেল, লিফলেট, লাঠিশোঠা সহ ১২জনকে আটক করেছে মহেশপুর থানা পুলিশ। থানা সূত্রে প্রকাশ, সোমবার দিবাগত রাত্রে উপজেলার এসবিকে ইউনিয়নের কাঁকিলাদাড়ী যাত্রী ছাউনির কাছে সন্ত্রাস ও নাশকতা করার উদ্দেশ্যে গোপন বৈঠক চলছে এমন সংবাদের ভিত্তিতে মহেশপুর থানা পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। আটককৃতরা হলেন- তালসার গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মোহাম্মদ আলী(৫০), সামন্তা গ্রামের মৃত মোবারক মালিতার ছেলে মকসেদ আলী(৫০), বাগদির আইট গ্রামের মৃত ইছারত আলীর ছেলে আসাদুজ্জামান(৪০), রামচন্দ্রপুর গ্রামের উসমান আলীর ছেলে আরিফুল ইসলাম(২৬), একই গ্রামের লিয়াকত বিশ্বাসের ছেলে বাবুল হোসেন(২২), মৃত নুর মোহাম্মদের ছেলে সুমন হোসেন(২৩),খালিশপুর গ্রামের ইউসুফ আলীর ২ ছেলে জিনারুল(৩৬) ও রেজাউল(৪৫),বজরাপুর গ্রামের মৃত মুনসুর আলীর ছেলে শওকত আলী(৩৮), মালাধারপুর গ্রামের নুরুল ইসলামের ছেলে জহুরুল ইসলাম(২৩), একই গ্রামের হাজী আব্দুল মালেকের ছেলে ইউনুস আলী(৩৬) ও আব্দুল মালেক সর্দারের ছেলে তাইজুল ইসলাম সর্দার(৫৯)।
এ বিষয়ে মামলার বাদী এস.আই বজলুর রহমান বলেন, উক্ত আসামীরা নাশকতা করার উদ্দেশ্যে গোপন বৈঠক করছিল এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। এ ব্যাপারে ৫/২/১৮ইং তারিখে মহেশপুর থানায় মামলা হয়েছে। যার নং-৪।
সোমবার দুপুরে তাদেরকে ঝিনাইদহ আদালতে পাঠানো হয়েছে।