শ্রীপুরে ক্যান্সার দিবস সচেতনা মূলক র্যালী
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি: শ্রীপুরে বিশ্ব ক্যান্সার দিবস সচেতনা মূলক র্যালী অনুষ্ঠিত হয়েছে। ৪ ফেব্রুয়ারী সোমবার দুপুরে পৌরসভা কার্যালয়ের সামনে থেকে হিমু পরিবহন নামের সংগঠনের উদ্যোগে শুরু হয়ে রেলস্টেশন গিয়ে শেষ হয়। এসময় র্যালীতে ভয়াবহ ক্যান্সার প্রতিরোধে সচেতনতা মূলক বিভিন্ন স্লোগান দেয়া হয়। হিমু পরিবহন সংগঠনের শ্রীপুর উপজেলার প্রধান সমন্বয়ক মো: তৌহিদ হোসেন জানান, দেশের ৫০টি জেলায় একযোগে ক্যান্সার সচেতনতা মূলক কর্মসূচী পালিত হয়েছে। র্যালীতে কবি, সাহিত্যিক ও বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীসহ সাধারণ জনগন অংশগ্রহন করেন। #
দ্বিতীয় স্ত্রী টাকাসহ মালামাল নিয়ে উধাও
শ্রীপুরে স্বামী ফাঁস নিয়ে আত্মহত্যা
শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধি:
শ্রীপুরে দ্বিতীয় স্ত্রী টাকাসহ মালামাল নিয়ে উধাও স্বামী ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। ৪ ফেব্রুয়ারী ভোরবেলা পৌর এলাকার মাষ্টারবাড়ী গিলারচালা গ্রামের (দোখলা) কামরুজ্জামানের ভাড়াটিয়া গার্মেন্টস শ্রমিক আত্মহত্যার ঘটনা ঘটায়।
জানা গেছে, ময়মনসিংহ জেলার গৌরিপুর উপজেলার ওয়াহব মৃধার পুত্র নজরুল ইসলাম স্থানীয় গার্মেন্টেসে চাকুরী করত। তার দ্বিতীয় স্ত্রী নিয়ে কামরুলের বাড়ীতে ভাড়া থাকত। ঘটনা দিন দুপুর বেলা স্ত্রী নগদ টাকা ও মালামালসহ উধাও হয়ে যায়। এতে স্বামী নজরুল ইসলাম (৩৫) ঘরের ধর্নার সাথে ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। দ্বিতীয় স্ত্রীর পরিচয় পাওয়া যায়নি। শ্রীপুর থানা পুলিশ লাশ উদ্ধার করেময়না তদন্ত জন্য গাজীপুর সদর হাসপাতালে প্রেরণ করেছে।