রাণীনগর বাজার বণিক সমিতির নির্বাচন সম্পূর্ণ
কাজী আনিছুর রহমান,রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা : নওগাঁর রাণীনগর সদর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শক্রবার রাণীনগর খেলোয়ার কল্যাণ সমিতির ভবনে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত এক টানা ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে রাণীনগর বাজার বণিক সমিতির নির্বাচন পরিচালনা কমিটি ভোট গণনা সম্পূর্ণ করে। মোট ৩২৯ জন ভোটারের মধ্যে ৩১৭ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করেন। রাণীনগর বাজার বণিক সমিতির ত্রিবার্ষিক নির্বাচনে মিনা বস্ত্রলায়ের স্বত্তাধিকারী মো: সারোয়ার হোসেন বটু ১৬৬ টি ভোট পেয়ে সভাপতি, নিউ আমন্ত্রন ইলেক্ট্রনিকের স্বত্তাধিকারী মো: খালেকুজ্জামান খোকন ১৬৯ টি ভোট পেয়ে সাধারণ সম্পাদক ও শিহা কসমেটিক এর স্বত্তাধিকারী মো: শাহীন আলম ১৮৭ ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়। নির্বাচন পরিচালনা কমিটির পক্ষে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ হারুনুর রশিদ ও কাজী রবিউল ইসলাম এই ফলাফল ঘোষনা করেন।#