বাংলা ভাষা- আলাউদ্দিন হোসেন
যারা দিয়ে গেছে মোদের তরে
সোনার বাংলা ভাষা,
তাদের তরে জনম জনম থাকবে ভালোবাসা।
জীবন দিয়ে করে গেছে যারা
মধুর ভাষা দান,
সারা জনম গেয়ে বেড়াবো
তাদের তরে গান।
শ্রদ্ধা আর ভালোবাসা থাকবে
তাদের তরে,
জীবন বিলিয়ে দিয়ে গেছে যারা
ভাষা অমর করে।