ফুলবাড়ীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত
প্লাবন শুভ, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি :“নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ” শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল শুক্রবার সকালে দিনাজপুরের ফুলবাড়ীতে জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালন করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী পৌর শহরে বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে “নিরাপদ খাদ্যে ভরবো দেশ, সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ” শীর্ষক আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মধুসূদন বর্মন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুস সালাম চৌধুরী। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা নিরাপদ খাদ্য কমিটির সদস্য ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু, শিক্ষক জুলফিকার আলী, মিস্টান্ন ব্যবসায়ী উত্তম কুমার গুপ্ত, ব্যবসায়ী জাহের আক্তার, ভারপ্রাপ্ত খাদ্য কর্মকর্তা মাহাফুজ আল আসাদ, আশরাফুল ইসলাম, সাপ্তাহিক দেশ মা’র স্টাফ রিপোর্টার প্লাবন শুভ প্রমূখ। #