বাজিতপুরে জাতীয় খাদ্য দিবসের র‌্যালী ও আলোচনা সভা

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা- খাদ্য অধিদপ্তরের এইবারের প্রতিপাদ্য বিষয় হল নিরাপদ খাদ্য ভরবোদেশ সবাই মিলে গড়ব সোনার বাংলাদেশ। এই শ্লোগানের মধ্যদিয়ে গতকাল শুক্রবার সকাল ১০টায় উপজেলা খাদ্য অধিদপ্তরের অধীনে র‌্যালীতে নেতৃত্ব দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ছারওয়ার আলম, সহকারী কমিশনার ভূমি তাহমিনা আক্তার রেইনা, খাদ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জুলহাস উদ্দিন। র‌্যালী শেষে উপজেলা হলমিলনয়াতনে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ছারওয়ার আলম সভাপতিত্বে বক্তব্য রাখেন তাহমিনা আক্তার রেইনা, খাদ্য ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলহাস উদ্দিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ কোহিনুর রহমান, পৌর আওয়ামলীগীরে সভাপতি হাজী মোস্তফা কামাল, নান্দিনা জামে মস্জিদের পেশ ইমাম মোঃ সিরাজুল ইসলাম ও বাজিতপুর চেম্বার অফ কর্মাসের সভাপতি সানোয়ার আলী শাহ সেলিম প্রমুুখ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ