কেশবপুরে মা ও ছেলেকে অভিযুক্ত করে কামরুল হত্যা মামলার চার্জশীট দাখিল

তন্ময় মিত্র বাপী, (যশোর)  : যশোরের কেশবপুর পৌরসভার ব্রহ্মকাটি এলাকার চাঞ্চল্যকর কামরুল দফাদার হত্যা মামলায় মা ও ছেলেকে অভিযুক্ত করে বিজ্ঞ আদালতে চার্জশীট দিয়েছে পুলিশ। হত্যার সাথে জড়িত না থাকার অভিযোগ প্রমানিত না হওয়ায় তিনজনকে অব্যাহতির আবেদন করা হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) শাহাজাহান আহমেদ বৃহষ্পতিবার এ চার্জশীট দাখিল করেছেন। অভিযুক্ত আসামিরা হলো ব্রহ্মকাটি এলাকার নজরুল ইসলঅম দফাদারের স্ত্রী খাদিজা বেগম ও ছেলে আল-আমিন। মামলার অভিযোগে জানা যায়, আসামিদের সাথে কামরুল দফাদারের জমি নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। ২০১৭ সালের ৪ আগষ্ট সন্ধ্যায় আসামিরা কামরুলের বাড়িতে অর্তকিতে হামলা চালায়। এসময় কামরুলসহ বাড়ির লোকজনদের বেদম মারপিট করে জখম করে আসামিরা। গুরুতর আহত কামরুল দফাদারকে এলাকাবাসি উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে সাথে সাথে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১০ আগষ্ট কামরুল মারা যায়। এব্যাপারে নিহতের স্ত্রী রেহেনা বেগম বাদি হয়ে ৫ জনকে অভিযুক্ত করে কেশবপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় দীর্ঘ তদন্ত শেষে সাক্ষীদের তথ্য যাচাই বাছাই করে হত্যার সাথে সরাসরি জড়িত থাকায় দায়ে দুজনকে অভিযুক্ত করে বিজ্ঞ আদালতে চার্জশীট দাখিল করেন তদন্ত কর্মকর্তা। হত্যার সাথে সম্পৃক্ততা না পাওয়ায় জাহিদুল দফাদার, জাহাঙ্গীর হোসেন ও আলম রাজমিস্ত্রীকে মামলা থেকে অব্যহতি দেয়ার আবেদন করা হয়েছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ