নাটোরে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন ও মিছিল সমাবেশ
নাটোর প্রতিনিধি: নাটোরে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির মানববন্ধন ও মিছিল এবং সমাবেশ করেছে । আগামী ৩ ফেব্রুয়ারী চলো চলো ঢাকা চলো কর্মসূচীর প্রচারণা অংশ হিসাবে এই কর্মসূচী পালিত হয়।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে নাটোর আদালত চত্তর থেকে মিছিল নিয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নাটোর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশে করেছে। সেখানে ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি ইব্রাহিম খলিলের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সিংড়া উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, জেলা সাধারণ সম্পাদক এ্যাডভোকেট লোকমান হোসেন বাদল, শ্রমিক নেতা মিজানুর রহমান মিজানসহ অন্যরা। এ সময় বক্তারা, সরকারের নানা মুখী কাজের সমালোচনা করে বলেন , সমাজতান্ত্রিক শাসন বাস্তবায়নের মাধ্যমেই দেশে সমতা ও উন্নয়ন সম্ভব। তারা আগামী ৩ ফেব্রুয়ারী ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে দলের সমাবেশে যোগদিয়ে কর্মসূচী বাস্তবায়নের আহবান জানান। এছাড়া তারা মুক্ত সাংবাদিকতায় বাধা সৃষ্টিকারী সরকারের করা আইনেরও সমালোচনা করেন।