পাকুন্দিয়ায় পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

মোঃ মুঞ্জুরুল হক মুঞ্জু, পাকুন্দিয়া  প্রতিনিধি
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বিকেলে পৌরসদরের শ্রী শ্রী পাগলনাথ আশ্রমে উপজেলা ও পৌর শাখার যৌথ আয়োজনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালী বক্তব্য দেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, জেলা শাখার সহ-সভাপতি শ্রী নারায়ন দত্ত প্রদীপ, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী মৃদুল কান্তি মজুমদার।

রঞ্জন সূত্রধরের পরিচালনায় সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুজন দেবনাথ, সাংগঠনিক সম্পাদক পলাশ চন্দ্র সরকার, সাবেক সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দেবনাথ নারায়ন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রাজন সরকার, সাংগঠনিক সম্পাদক দিলিপ রবিদাস, শ্রী শ্রী বংশীদাস আশ্রম কমিটির সভাপতি সুখন সাহা চৌধুরী, মদন মোহন জিউর আখড়ার সভাপতি তনুজ কুমার সাহা, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি লিটন রায় প্রমুখ।

আলোচনা সভা শেষে উপস্থিত সকলের প্রস্তাব-সমর্থনের মাধ্যমে উপজেলা পূজা উদযাপন পরিষদে পলাশ চন্দ্র সরকারকে সভাপতি ও সুজন দেবনাথকে সাধারণ সম্পাদক রেখে আংশিক কমিটি গঠন করা হয়। এছাড়াও পাকুন্দিয়া পৌর পূজা উদযাপন পরিষদে লিটন রায়কে সভাপতি ও রঞ্জন সূত্রধরকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়। এ সময় তাদেরকে সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটির তালিকা জেলা কমিটির নিকট জমা দিতে নির্দেশ প্রদান করা হয়।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ