বাজিতপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল
মো. মনির হোসেন : কিশোরগঞ্জের বাজিতপুরে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৮ আগস্ট) উপজেলার দিঘীরপাড় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট শেখ নুরুন্নবী বাদল, কেন্দ্রীয় যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল সিআইপি, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন, ব্যরিস্টার রফিকুল ইসলাম মিল্টন, সাংবাদিক ফারুক আহমেদ, আওয়ামী লীগের সাবেক উপকমিটির সহ-সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজু।যুবলীগের সাবেক কার্যকরী কমিটির সদস্য সাকায়ত হোসেন আরকান, সহ-সম্পাদক আতাউর রহমান উজ্জল, স্বেচ্ছাসেবক লীগের সদস্য শেখ রফিকুন্নবী সাথী, উপজেলা ছাত্রলীগ নেতা জুবায়ের আহমেদ প্রমুখ।
আলোচনা শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট নিহত সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।