সাবেক এমপি সোহরাব উদ্দিনের সহধর্মিনী বেগম লুৎফুন্নেছা আর নেই

মো: মুন্জরুলহক মুন্জু ( পাকুন্দিয়া – কিশোরগন্জ প্রতিনিধি;

কিশোরগন্জ – ২ ( পাকুনিয়া – কটিয়াদি) অাসনের সাবেক সংসদ সদস্য এড” মো: সোহরাব উদ্দিনের সহধর্মিণী বেগম লুৎফুন্নেছা অাজ বুধবার বিকাল ৩ টা ৪৫ মিনিটে ঢাকা উত্তরায় নিজবাসায় ইন্তেকাল করেছেন ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। ওনার নামাজের জানাযা অাগামিকাল (বৃহঃবার) সকাল ১০ টা পাকুনিয়া উপজেলায় দরগা বাজার ঈদগাহ মাঠে অনুষ্টিত হবে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ

%d bloggers like this: