শ্রীবরদীতে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ

মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি : শ্রীবরদীতে মঙ্গলবার সকালে কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। গ্রীষ্মকালিন মুগ উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষি সম্প্রসারন অধিদপ্তর শ্রীবরদীর বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় কৃষি অফিস চত্বরে ১ শত ৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। সহকারি কমিশনার (ভূমি) ফরুক আল মাসুদের সভাপতিত্বে ও কৃষি অফিসার নাজমুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও আ’লীগ সভাপতি আশরাফ হোসেন খোকা, কৃষি সম্প্রসারন অধিদপ্তর শেরপুরের উপ-পরিচালক আশরাফ উদ্দিন, পৌর মেয়র আবু সাঈদ, কৃষকলীগ জেলা সভাপতি আব্দুল কাদের, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল ও মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ।

শ্রীবরদীতে ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ
মঞ্জুরুল ইসলাম মঞ্জু, শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শ্রীবরদীতে দুর্যোগ ব্যবস্থাপনা ও মন্ত্রনালয়ের মানবিক সহায়তা কর্মসুচির আওতায় ঢেউটিন ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে সহকারি কমিশনার (ভূমি) ফরুক আল মাসুদের সভাপতিতে ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রকিবুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন প্রকৌশলী এ.কে.এম ফজলুল হক চাঁন এমপি। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা কৃষকলীগ সভাপতি আব্দুল কাদের, আ’লীগ নেতা মোহাম্মদ আলী লাল ও মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ ছালেহ প্রমূখ। এসময় ১ শত ২ জন ব্যক্তি ও ৩ টি প্রতিষ্ঠানের মাঝে ১ শত ৬ বান্ডিল ঢেউটিন ও ৩ লক্ষ ১৮ হাজার বিতরণ করা হয়।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ