শ্রীপুরে ফিল্মি কায়দায় মাকে পিটিয়ে কলেজ ছাত্রী অপহরণ

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: শ্রীপুরে ফিল্মি কায়দায় মাকে পিটিয়ে কলেজ ছাত্রী অপহরণ করেছে বখাটেরা। ২৫ মার্চ রোববার সকাল সোড়া ৭ টার সময় কাওরাইদ কে.এন উচ্চ বিদ্যালয়ের মাঠে এ ঘটনা ঘটে।
থানার লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলা কাওরাইদ ইউনিয়নে বেলদিয়া গ্রামে মো: সিরাজুল ইসলামের মেয়ে পাশ্ববর্তি গফরগাঁও উপজেলা গয়েশপুর কলেজ এইচ.এস.সি শিক্ষার্থী ও তার মাকে কলেজের বিদায় অনুষ্ঠানে নিয়া যাওয়ার পথে একই ইউনিয়নের আবুল হাশেমের পুত্র বখাটে মো: মাসুদ করিম উজ্জল মিয়া, মো: শহিদের পুত্র মো: রায়হান, আফাজ উদ্দিনের পুত্র মো: রিফাত ও দুলু মিয়ার পুত্র মো: শরিফ মিয়া দেশীয় অস্ত্রের মুখে কলেজ ছাত্রী মা মোছা: জাহানারা বেগমকে পিটিয়ে আহত করে তার মেয়ে কলেজ ছাত্রীকে একটি সিএনজিতে উঠিয়ে নিয়ে যাওয়ার সময় পিছন দিক থেকে মটর সাইকেল দাওয়া দিলে একই ইউনিয়নের চৌধুরী ঘাটে শাফায়েতের বাড়ীর আঙ্গীনায় অপহরন কারীরা মেয়েকে সিএনজি থেকে নামিয়ে অন্য জায়গায় নেওয়ার চেষ্টাকালে কলেজ ছাত্রীর আতœচিৎকারে স্থানীয় লোকজন আসিয়া উদ্ধার করেন।
এ ব্যাপারে ছাত্রীর পিতা সিরাজুল ইসলাম বাদী হয়ে অপহরণকারীর বিরুদ্ধে থানা অভিযোগ দায়ের করেন।
ছাত্রীর মা আহত জাহানারা বেগম জানান উজ্জল আমার মেয়েকে কলেজে আসা যাওয়ার সময় নানান ভাবে পথে ঘাটে উত্যাক্ত করত। এ বিষয়ে উত্যাক্তদের অভিবাবক স্থানীয় ইউ:পি সদস্য ও চেয়াম্যানকে অবগত করি। পুলিশ জানান, অভিযোগ ভিক্তিতে আইনগত ব্যবন্থা নেয়ার হবে ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ