রানী মুখার্জী হয়ে গেলেন ‘মিসেস চ্যাটার্জি’
বলিউডের যে কজন গুণী অভিনেত্রী রয়েছেন তার মধ্যে অন্যতম হলেন রানী মুখার্জী। ২০১৪ সালের পর মাতৃত্বকালীন ছুটি শুরু হয় রানীর। এরপর সন্তান ও সংসার সামলে এই বাঙালি বলিউড অভিনেত্রী আবার কাজে ফেরেন ২০১৮ সালে, ‘হিচকি’ ছবি দিয়ে। ছবিটি বক্স অফিসে সন্তোষজনক ব্যবসা করে আর রানীর প্রত্যাবর্তন সাড়া ফেলে সবখানে।
এর আগে মার্দানি ছবিটিও পেয়েছিল দর্শকের ভালোবাসা ও প্রশংসা। রোববার ৪৩ এ পা রেখেছেন এই অভিনেত্রী। বলিউডে ২৫ বছর কাটানোর পর জন্মদিনে নতুন ছবির ঘোষণা দিলেন রানী মুখার্জী। তার এই নতুন ছবির নাম ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’। রানীকে এখানে দেখা যাবে মায়ের চরিত্রে; যিনি আত্মসম্মান ও বুদ্ধির বদৌলতে নিজের কথা বলতে ভুলে যায় না।
জি স্টুডিওর মণিষা আধওয়ানি, মধুভোজওয়ানি ও নিখিল আধওয়ানির এমি এন্টারটেইনমেন্টের ব্যানারে রানী এই ছবির ঘোষণা দিলেন।সিনেমাটি নিয়ে ভিষণ আশাবাদী রানী।
নতুন ছবির বিষয়ে রানী বলেছেন, ‘নতুন ছবি ঘোষণা করে জন্মদিন উদযাপন করা এবং ইন্ডাস্ট্রিতে ২৫ বছর চিহ্নিত করার চেয়ে ভাল আর কিছু হতে পারে না।’
তিনি বলেন, ‘সিনেমায় পথচলা আমার ২৫ বছর। আমি সম্ভবত আমার ক্যারিয়ারের একটি বিশেষ এবং উল্লেখযোগ্য ছবির সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছি। আমি আমার ক্যারিয়ার শুরু করেছিলাম ‘রাজা কি আয়েগি বারাত’ ছবি দিয়ে। সত্য ঘটনা অবলম্বনে তৈরি হতে যাওয়া ছবির কাহিনী এগিয়েছে একজন মা’কে ঘিরে। যে কিনা সকল বাধা পেরিয়ে এগিয়ে যাবে সামনের দিকে। রানীর কথায়, ‘গল্পে রয়েছে মানবতা বোধ। আর ছবিটি আমি সব মায়েদের উদ্দেশ্যে উৎসর্গ করলাম।’
আশিমা চিবের’য়ের পরিচালনায় ছবির কাজ খুব শিগগিরই শুরু হবে বলে জানান রানী।
Source:BBC Bangla