মহেশপুরে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে পারভীন তালুকদার মায়া’র বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ বুধবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলায় ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে সাবেক এমপি পারভীন তালুকদার মায়া’র উদ্যোগে বর্ণাঢ্য মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সাবেক এমপি পারভীন তালুকদার মায়া বলেন, বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষন বিশ্ব ঐতিহ্যের প্রামান্য দলিল ঘোষনার প্রথম ৭ই মার্চ হওয়ায় আমার পক্ষ থেকে দলীয় নেতা-কর্মীদের নিয়ে এই আনন্দ শোভাযাত্রা করা হচ্ছে। শোভাযাত্রায় তার সাথে ছিলেন, মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ময়জদ্দীন হামীদ, পৌর আ.লীগের সভাপতি অমল কুমার কুন্ডু, ঝিনাইদহ জেলা কৃষকলীগের যুগ্ন সাধারন সম্পাদক শরিফুল ইসলাম, পৌর আ.লীগের সাংগঠনিক সম্পাদক মহেশপুর পৌরসভার কাউন্সিলর হাশেম আলী পাঠান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারন সম্পাদক এম.আর আশিক, জেলা যুবলীগের সদস্য আব্দুল জলিল সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত দলীয় নেতা-কর্মীরা।