পনি চাকমাকে নিয়ে আসছেন ইমরান

রাঙামাটির মেয়ে পনি চাকমাকে নিয়ে হাজির হচ্ছেন দেশের অন্যতম সংগীতশিল্পী ইমরান মাহমুদুল।

‘গানের রাজা’ প্রতিযোগিতার সেরা পাঁচ প্রতিযোগীর একজন পনি। একই আয়োজনের বিচারক ছিলেন ইমরান। প্রতিযোগিতা চলার সময়েই বিচারক সেরা পাঁচ প্রতিযোগীকে কথা দেন- প্রত্যেকের প্রথম মৌলিক গান নিজ উদ্যোগে করে দেবেন। মূলত সেই ধারাবাহিকতায় এবার সিএমভির ব্যানারে ইমরান হাজির হচ্ছেন পনিকে নিয়ে।

আগামী ২৩ মার্চ সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে পনি চাকমার প্রথম মৌলিক গান ‘আলো’। গানটিতে পনির সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল। রবিউল ইসলাম জীবনের কথায় গানটির সুর-সংগীত করেছেন ইমরান নিজেই।

আমি জানি আমায় তুমি বাসবে ভালো/ আমি জানি আমার ঘরে আসবে আলো’- এমন রোমান্টিক কথার গানটির রেশ ধরে বান্দরবানের শৈলপ্রপাতের মনোরম লোকেশনে গানটির ভিডিও নির্মাণ করা হয়। নির্মাণ করেছেন সৈকত রেজা।ইমরান-পনির পাশাপাশি এতে মডেল হিসেবে দেখা যাবে কেয়া পায়েলকে।

পনি ও তার গান প্রসঙ্গে ইমরান বলেন, ‘‘পনিসহ ‘গানের রাজা’ প্রতিযোগিতার সেরা পাঁচজনকে আমি অনেক আগেই কথা দিয়েছিলাম। তাদের প্রথম মৌলিক গানটি আমি করবো। সেই অনুসারে সিএমভি’র সহযোগিতায় এর মধ্যে ৪ জনের গান প্রকাশ করেছি। এবার পালা পনি চাকমার। চমৎকার গায় সে। এই গানটিও দারুণ গেয়েছে। আমার বিশ্বাস শ্রোতাদের ভালো লাগবে। ভিডিওতেও কিছু নতুনত্ব থাকছে।’’

এদিকে পনি চাকমা বলেন, ‘আমার প্রথম মৌলিক গান এটা। গানের রাজা প্লাটফর্মেই ইমরান ভাইয়া বলেছিলেন, আমাদের পাঁচজনকে নিয়ে গান করবেন। আমি সেই সুযোগটি পেয়েছি, তার জন্য ভাইয়ার কাছে অনেক কৃতজ্ঞ। বান্দরবানের শৈলপ্রপাতে ভিডিওর শুটিং হয়েছে। ভিডিওতে আমাকেও দেখা যাবে! এটাও আমার জন্য নতুন এক অভিজ্ঞতা।’

Source:Daily Inqilab

%d bloggers like this: