গফরগাঁওয়ে রোস্তম আলী গোলন্দাজ স্কুলের বার্ষিক ক্রীড়া ও নতুন একাডেমিক ভবন উদ্বোধন

গফরগাঁও ( ময়মনসিংহ) সংবাদদাতা ঃ ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা-প্রতিষ্ঠান রোস্তম আলী গোলন্দাজ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও নতুন একাডেমিক ভবনের শুভ উদ্বোধন বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহফুজা গোলন্দাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ-১০ গফরগাঁও আসনের জাতীয় সংসদ সদস্য ফাহ্মী গোলন্দাজ বাবেল। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাদিরের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আশরাফ উদ্দিন বাদল, পৌর মেয়র এস.এম ইকবাল হোসেন সুমন, ইউএনও ডা. শামীম রহমান, উপজেলা ভাইস-চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস-চেয়ারম্যান রেশমা আক্তার, স্থানীয় এমপির একান্ত সচিব মাসুদ হোসেন সোহেল। অন্যদের মধ্যে পৌর আওয়ামীলীগ সভাপতি আব্দুল হালিম মানিক, বারবাড়িয়া ইউপি চেয়ারম্যান আবুল কাশেম, সালটিয়া ইউপি চেয়ারম্যান নাজমুল হক ঢালী, চরআলগী ইউপি চেয়ারম্যান মোঃ মাছুদুজ্জামান সহ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, শিক্ষকমন্ডলী, সুধীজন ও উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনসমূহের নেতাকমীরা উপস্থিত ছিলেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ

%d bloggers like this: