সুন্দরগঞ্জে শিক্ষক সমন্বয় ও মতবিনিময় সভা

এ.কেএম শামছুল হক, সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ  গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শিক্ষক সমন্বয় ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্দির ভিত্তিক শিশু ও গণ শিক্ষা কার্যক্রমের সহকারী পরিচালক হামিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব রনজিৎ কুমার দাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আবু বাক্কার সিদ্দিক, বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ গাইবান্ধা জেলা শাখার সভাপতি রনজিৎ বকশি সূর্য্য, সাধারণ সম্পাদক দীপক কুমার পাল। অন্যান্যের মধ্যে বক্তব্য বক্তব্য রাখেন উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি নিমাই চন্দ্র ভট্টাচার্য, সাধারণ সম্পাদক ডাক্তার বিশ্বজিৎ বর্মন, উপজেলা প্রেস কাব সভাপতি রাশিদুল আলম চাঁদ, সমাজ সেবক দেবাশীষ কুমার সাহা, শিক্ষিকা দৃপ্তি রানী সরকার, শিখা কর্মকার প্রমুখ।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ

%d bloggers like this: