শ্রীপুরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন গ্রেফতার ১

শ্রীপুর (গাজীপুর)প্রতিনিধি:  শ্রীপুরে ছাগলে লেবু গাছ খাওয়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছে। থানা পুলিশ বড় ভাইয়ের স্ত্রীকে গ্রেফতার করেছে।উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের মালিপাড়া গ্রামে বুধবার দুপুরে হামলা ঘটনা ঘটে। ঐদিন রাতে ১০টায় সময় ঢাকা মেডিকেলে ছোট ভাই মারা যান।
জানা গেছে, মমিন মোল্লার সাথে ছাগলে লেবু গাছ খাওয়া নিয়ে সহোদর বড় ভাই মকবুল মোল্লার সাথে ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে উত্তেজিত মকবুল ও তার স্ত্রী শিউলি মমিন মোল্লাকে পিটিয়ে গুরুতর আহত করে। মোমিন মোল্লাকে শ্রীপুর পরে গাজীপুর সদর হাসপাতালে নিলে তাকে আশংকাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। চিকিৎসাধীন অবস্থায় মমিন মোল্লা (৩৮) ঢাকা মেডিকেলে তার মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ নিহতের বড় ভাই মকবুল মোল্লার স্ত্রী শিউলী আক্তারকে আটক করেছে।
তদন্তকারী কর্মকর্তা এস.আই আজাহারুল ইসলাম জানান, মকবুল পলাতক রয়েছে। হত্যা মামলার প্রক্রিয়া চলছে।

 

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ

%d bloggers like this: