শ্রীপুরে গৃহবধূকে পিটিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: শ্রীপুরে দাবিকৃত যৌতুকের টাকা না পেয়ে লম্পট স্বামী ও তার আতœীয়রা এক গৃহবধূকে রড ও চাপাতি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যার চেষ্টা। ঢাকা কলেজ মেডিকেলে চিকিৎসাধীন গৃহবধূ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গত সোমবার সন্ধ্যা রাত্রে পৌর এলাকার কেওয়া পূর্ব খন্ড গ্রামের রনি মিয়ার বাড়ীতে গৃহবধূর হত্যার চেষ্টার ঘটনা ঘটে। আহত গৃহবধূর পিতা শাহজাহান ১৪ ফেব্রুয়ারীর রাত্রে শ্রীপুর থানার লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাস্থলে পুলিশ পরিদর্শন করেছেন। লম্পট স্বামী ও তার আতœীয় স্বজন বাড়ী ছেড়ে পালিয়েছেন।
থানার লিখিত অভিযোগে জানা গেছে, গত ৮ বৎসর পূর্বে শাহজাহানের মেয়ে সোহানাকে একই এলাকার মৃত বাচ্চু মিয়ার পুত্র রনির কাছে বিবাহ। বিবাহের পর থেকে একাধিকবার যৌতুক দিলেও পাষান্ড স্বামীর মন রক্ষ করতে পারে নাই আহত গৃহবধূর পিতা। ফের ৫ লক্ষ টাকা যৌতুক দাবি করলে আহত গৃহবধূ অস্বীকার করলে পাষান্ড স্বামী রনি মিয়া, তোফাজ্জল হোসেন, রতন মিয়া, বিলকিছ আক্তার রানু ও রেখা, গৃহবধূর ওপরে নির্মম অত্যাচার নির্যাতন এক পর্যায়ে রড দিয়ে পিটিয়ে ও চাপাতি দিয়ে মাথায় কোপ দিয়ে হত্যার চেষ্টা চালান। বর্তমানে আহত গৃহবধূ ঢাকা মেডিকেল কলেজে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ

%d bloggers like this: