বর্ণাঢ্য আয়োজনে লালমনিরহাটে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

এস এম আলতাফ হোসাইন সুমন লালমনিরহাট জেলা প্রতিনিধি: সত্য প্রকাশে আপসহীনতার প্রমান রেখে দীর্ঘ পথপরিক্রমায় দৈনিক যুগান্তর আজ ১৮ বছর পেরিয়ে ১৯ বছরে পদার্পণ করলো। সেই উপলক্ষে লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে আনন্দ শোভাযাত্রা, আলোচনা সভা ও কেক কাটার মাধ্যমে পালিত হয় যুগান্তরের ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় “যেতে হবে বহুদুর ১৯ বছরে যুগান্তর” প্রতিপাদ্য বিষয়ের আলোকে লালমনিরহাট প্রেসক্লাব চত্বরে দিবসটি পালিত হয়।

লালমনিরহাট প্রেসক্লাবের সভাপতি মোফাখ্খারুল ইসলাম মজনুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ।

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার এস এম রশিদুল হক, পৌর মেয়র রিয়াজুল ইসলাম রিন্টু, জেলা মুক্তিযোদ্ধা (সাবেক) কমান্ডার মেজবাহ উদ্দিন, পৌর আ’লীগের সভাপতি মোফাজ্জল হোসেন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক আহমেদুর রহমান মুকুল, প্রথম আলো প্রতিনিধি আব্দুর রব সুজন, ইনডিফেন্ডন্ট প্রতিনিধি আবু হাসনাত রানা, যুগান্তর প্রতিনিধি মিজানুর রহমান দুলাল, হাতীবান্ধা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ইলিয়াস বসুনিয়া পবন রিপোর্টস ক্লাবের সভাপতি এস এম আলতাফ হোসাইন সুমন প্রমূখ।

আলোচনা সভা শেষে কেক কেটে দিনটি উদযাপন করা হয়। পরে প্রেসক্লাব থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি জেলার প্রানকেন্দ্র মিশনমোড় হয়ে আবার প্রেসক্লাবে এসে শেষ হয়।

অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতা ও সঞ্চালনার দায়িত্ব পালন করেন, এনটিভি রংপুর বিভাগীয় স্টাফ রিপোর্টার একেএম মঈনুল হক মঈন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ

%d bloggers like this: