তৌসিফ-সাফার লাভার্স ফুড ভ্যান

ছোটো পর্দার নির্মাতা হিসেবে শর্টফিল্ম, মিউজিক ভিডিও ও নাটক নির্মাণ করে অনেক প্রশংশা কুড়িয়েছেন ভিকি জাহেদ। আধুনিক নির্মাণশৈলি আর গল্প বলার ঢঙের কারণে তার আলাদা কদর রয়েছে। অন্যদিকে রোমান্টিক নাটকের জুটি হিসেবে দারুণ জনপ্রিয় তৌসিফ মাহবুব ও সাফা কবির। এবার তারা সবাই এক গল্পে হাজির হচ্ছেন। গল্পের নাম ‘লাভার্স ফুড ভ্যান’।

ভিকি জাহেদের গল্প ও পরিচালনায় নাটকটি নির্মিত হয়েছে কোয়ান্টাইজ মিউজিক এন্টারটেইনমেন্ট এর ব্যানারে। নাটকটির চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা। টি এইচ তন্ময় ও রাব্বি রাজের প্রযোজনায় নাটকের চিত্রগ্রাহক ছিলেন বিদ্রোহী দীপন, সম্পাদনা ও রঙ বিন্যাস করেছেন অর্ণব হাসনাত।

রোমান্টিক থ্রিলারধর্মী গল্পের এই নাটকটিতে গান ব্যবহৃত হয়েছে দুটি। এর মধ্যে ওয়াসিক সৈকতের কথা এবং টি এইচ তন্ময় ও তানজীরের সুরে একটি গান গেয়েছেন কনা ও তানজীর। অন্যদিকে কেউ জানে না গানটির কথা, সুর ও কন্ঠ রাজ ডি’র।
লাভার্স ফুড ভ্যান আসছে ১৯ ফেব্রুয়ারি রাত ৮টায় আরটিভিতে প্রচারিত হবে। এর ঠিক পরপরই রাত ৯টায় বৃক্ষ ফিল্মস এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে অবমুক্ত হবে লাভার্স ফুড ভ্যান।

নাটক প্রসঙ্গে অভিনেতা তৌসিফ মাহবুব বলেন, ‘অন্য রম একটা প্রেমের গল্পে কাজ করলাম। গল্পে প্রেম আছে, থ্রিল আছে। দর্শকরা এক্সাইটমেন্ট পাবে।’

সাফা কবিরের ভাষ্য, ‘এই নাটকটিতে প্রেম আছে, মজা আছে। আবার চমকও আছে। একেবারে এই সময়ের একটি গল্প। আশা করছি সাড়া পাবো।’

Source:Daily Jugantor

%d bloggers like this: