গফরগাঁওয়ে শাঁখচূড়া উচ্চ বিদ্যালয়ে একুশে উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

গফরগাঁও ( ময়মনসিংহ) সংবাদদাতা ঃঅমর একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা-প্রতিষ্ঠান শাঁখচূড়া উচ্চ বিদ্যালয় চত্বরে শহীদ বেদীতে পুস্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুছ সাত্তার। প্রধান শিক্ষক মোঃ জহিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ আকবর হোসাইন, সিনিয়র শিক্ষক ইউনুছ আলী, ম্যানেজিং কমিটির সদস্য ফজলুল হক, কবীর হোসেন প্রমূখ। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও এলাকায় সুধীজন উপস্থিত ছিলেন।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ

%d bloggers like this: