গফরগাঁওয়ে বহ্মপুত্র নদ থেকে গলিত লাশ উদ্ধার

গফরগাঁও (ময়মনসিংহ) সংবাদদাতা ঃ ময়মনসিংহের গফরগাঁওয়ে বহ্মপুত্র নদ থেকে মস্তক ও হাত-পা বিহীন এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার গফরগাঁও ইউনিয়নের তেতুঁলিয়া এলাকার বহ্মপুত্র নদ থেকে এ লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত লাশের জিন্স প্যান্টের পকেট থেকে তার বিদেশে আকামা পরিচয়পত্র ও ডলারের টাকা পাওয়া যায়। এদিকে উদ্ধার হওয়া লাশটি প্রায় ৫মাস আগে আদম বেপারীর ভাড়াটে সন্ত্রাসীদের রামদা আঘাতে বহ্মপুত্র নদে নিখোঁজ হওয়া পাঁচবাগ ইউনিয়নের ঝাওয়াইল গ্রামে শহিদ মিয়ার ছেলে সৌদী প্রবাসী সবুজ মিয়ার বলে সনাক্ত করেছেন তার পরিবার ও স্থানীয়রা। গফরগাঁও থানার ওসি আব্দুল আহাদ খান বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হয়েছে।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ

%d bloggers like this: