খানসামায় জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালনে র্যালী ও আলোচনা সভা
লিওনেল শান্ত, খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: খানসামায় নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির আয়োজনে ২ ফেব্রুয়ারী শুক্রবার সকাল ১০টার সময় সারাদেশের ন্যায় প্রথমবারের মতো জাতীয় নিরাপদ খাদ্য দিবস পালিত হয়েছে। “নিরাপদ খাদ্যে ভরবো দেশ’ সবাই মিলে গড়বো সোনার বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর হতে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়কগুলো প্রদক্ষীণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ সোলেমান আলী’র সভাপতিত্বে সভায় নিরাপদ খাদ্য বিষয়ে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক (চ:দা:) ও উপজেলা নিরাপদ খাদ্য ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সদস্য সচিব ফিরোজ আহমদ মোস্তফা, বাংলাদেশ আওয়ামীলীগ খানসামা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, অবসরপ্রাপ্ত শিক্ষক আমিনুল হক শাহ্ প্রমুখ। র্যালী ও আলোচনা সভায় মিল মালিক, খুচরা ও পাইকারী চাল, ধান ব্যবসায়ী, মুদি ব্যবসায়ী, রেস্তোরার মালিকগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।