কেশবপুরে বিষপানে যুবকের আত্মহত্যা
তন্ময় মিত্র বাপী, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে এনামুল গাজি (২০) নামের এক যুবক বিষ পানে আত্মহত্যা করেছে। থানা পুলিশ ও এলাকাবাসি সূত্রে জানা গেছে,উপজেলার কায়েমখোলা গ্রামের ইনতাজ আলি গাজির ছেলে পার্শ্ববর্তি পশ্চিম সারুটিয়া গ্রামের চাঁদ আলি গাজির মেয়ে ঝলি খাতুনের সাথে এক বছর আগে বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের সংসারে ঝগড়া বিবাদ লেগেই থাকত। বৃহষ্পতিবার সন্ধ্যায় স্ত্রী ঝলি খাতুন মোবাইল ফোনে এনামুলকে তার বাপের বাড়িতে আসতে বলে। সেখানে যাওয়ার পর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্য্যায়ে এনামুল গাজি বিষ পান করে। সংবাদ পেয়ে তার চাচা ঘটনা স্থলে যেয়ে তাকে কেশবপুর হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু হয়ঘটে। পুলিশ সংবাদ পেয়ে তার মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শুক্রবার সকালে যশোর মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। মামলা নং- ০৩। ##