কাকে পাগলের মতো ভালোবাসেন অধরা

ঢালিউডের গ্লামারাস চিত্রনায়িকা অধরা খান। সম্প্রতি মুক্তি পেয়েছে এই অভিনেত্রীর নতুন ছবি ‘পাগলের মতো ভালোবাসি’। এই ছবিতে অভিনয় করেছেন চিত্রনায়ক আসিফ নূর, সুমিত সেনগুপ্ত ও চিত্রনায়িকা অধরা খান। আসলেই কি তিনি কাউকে পাগলের মতো ভালোবাসেন? এবার অন্যরকম ভালোবাসার কথা জানালেন অধরা।অনুষ্ঠানের মাঝে সঞ্চালক জনি হক অধরাকে প্রশ্ন করেন, কাকে আপনি পাগলের মতো ভালোবাসেন?

প্রশ্নের উত্তরে অধরা বলেন, ‘আমার বাবা। বাবাকে আমি পাগলের মতো ভালোবাসি। কারণ, বাবা অন্যায় আবদারগুলো বেশি মেনে নেয়। আশকারা বেশি দেয়। আমার আজকে এতোদূর আসার পেছনে সবথেকে ওনার অবদান বেশি। আমাকে তিনিই বেশি ভালোবাসেন।’

Source:Jagonews24

 

%d bloggers like this: