এবার খেপেছেন নাসিরের সাবেক প্রেমিকা
আমি অতিষ্ঠ। লাইভে না এসে পারলাম না। প্রতিটি মানুষের জীবনে প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ থাকতে পারে। আমার মতো সবার জীবনেই অতীত আছে। আমার অতীত ২০১৮ সালেই শেষ। কেন আপনারা নাসির আর তাঁর স্ত্রীর বিয়ের ছবি আমাকে পাঠাচ্ছেন। আমার সঙ্গে তাঁর সবকিছু শেষ হয়ে গেছে। এখন চলছে ২০২১ সাল। অতীতকে নিয়ে টানাটানি করবেন না। অন্যের জীবনকে অতিষ্ঠ করবেন না।’
নাসিরের সাবেক প্রেমিকা দাবি করে মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা ফেসবুক লাইভে এসে এসব কথা বলেন। সম্প্রতি বিয়ে করেছেন ক্রিকেটার নাসির হোসেন। এরপর সুবাহ ফেসবুকে নাসিরের বিয়েকে কেন্দ্র করে একটি স্ট্যাটাস দেন। তাঁর স্ট্যাটাসে নেটিজেনরা তাঁকে ও নাসিরকে জড়িয়ে বাজে মন্তব্য করতে থাকেন। অনেকেই স্ত্রীসহ নাসিরের ছবি তাঁকে পাঠাতে থাকেন। এমন ঘটনায় তিনি বিরক্ত হন এবং ফেসবুক লাইভে আসেন।ক্রিকেটার নাসিরের বিয়েকে কেন্দ্র করে ফেসবুকে আলোচনা, তর্কবিতর্ক চলছে। এই বিতর্কের কারণ নাসিরের স্ত্রী তামিমা সুলতানার আগের বিয়ে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তামিমা আগের স্বামীকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন। উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেছেন তামিমার আগের স্বামী রাকিব হাসান। জানা গেছে, একটি এয়ারলাইনসের কেবিন ক্রু হিসেবে কর্মরত তামিমা।
সুবাহর মতে, নাসির ও তাঁর প্রেম ভেঙেছে তিন বছর আগে। এ সময়ে তাঁর ক্যারিয়ারের অনেক কিছুই বদলে গেছে। তিনি নাম লিখিয়েছেন সিনেমা ও মডেলিংয়ে। এই অভিনেত্রী বলেন, ‘ব্রেকআপের পরে আমি সিনেমা, মডেলিং ও পরিবার নিয়ে ভালো আছি। আমার কাজ নিয়ে নেটিজেনরা আলোচনা করুক। নাসির বিয়ে করেছেন, এটা স্বাভাবিক ঘটনা। আমি আমার নতুন বয়ফ্রেন্ড নিয়ে ভালো আছি। আমাকে আমার মতো থাকতে দিন। কেন আপনারা আবার আমার পেছনে লেগেছেন। আপনারা নিজের চরকায় তেল দেন। বাড়িতে নিজের স্ত্রী, প্রেমিকা কী করে, সেগুলোর খবর রাখেন। কীভাবে দুই পয়সা আয় করা যায় সেগুলো করেন। নইলে ভিক্ষা করেন। তা-ও টাকা পাবেন। কিন্তু মন্তব্য ও ছবি পাঠালে আপনার কোনো লাভ হবে না।’
লাইভে কথা বলার সময় বেশ উত্তেজিত হয়ে পড়েন সুবাহ। তিনি বারবার নেটিজেনদের বলতে থাকেন, অতীতকে যেন আর না টানা হয়। তাঁদের মধ্যে শুধু প্রেমের সম্পর্ক ছিল। সে কারণে ভালোবাসার মানুষের প্রতি তাঁর টান থেকেই লাইভে এসে কেঁদেছিলেন। এখন তাঁরা দুজনেই ভালো থাকতে চান। কিছুদিন পরে তিনিও বিয়ে করবেন। তখন আবার এই মানুষগুলোই তাঁদের ছবি নাসিরকে দেবেন। তিনি বলেন, ‘আপনারা অনেকে চার-পাঁচটা করে বিয়ে করেন। অনেকের গার্লফ্রেন্ডের অভাব নেই। আমাদের অতীত থাকতেই পারে। এমন না যে আমাদের কোনো খারাপ ভিডিও আছে। মানসিকতা পরিবর্তন করেন। তা না হলে যাঁরা মন্তব্য করছেন, তাঁদের সবার নামে সাইবার ক্রাইমে অভিযোগ করব।’
Source:Daily Prothom Alo