আবারও ৪৮ ঘণ্টার অবরোধ ডাকল বিএনপি

নিজস্ব প্রতিবেদক: একদিন বিরতি দিয়ে আবারও ৪৮ ঘণ্টার  অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

মঙ্গলবার বিরতি দিয়ে এই কর্মসূচি পালিত হবে বুধবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত।

সোমবার (১৩ই নভেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলন করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কর্মসূচি ঘোষণা করেন।

রিজভী বলেন, আওয়ামী লীগ একতরফা নির্বাচনে মরিয়া হয়ে উঠেছে। অতীতের মতো আবারও অগ্নিসন্ত্রাস করে বিএনপির ওপর দায় চাপানোর ষড়যন্ত্র বাস্তবায়ন করছে।

ক্ষমতা হারানোর ভয়েই আওয়ামী লীগ অবাধ, সুষ্ঠু নির্বাচনে ভয় পাচ্ছে।  ঢালাওভাবে বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের মহাযজ্ঞ চলছে বলে অভিযোগ করেন এই বিএনপি নেতা।

দৈনিক আমার বাংলাদেশ

দৈনিক আমার বাংলাদেশ