আ.লীগ কার্যালয়ে হামলাকারীরা কেউ ছাত্র নয়: কাদের
শনিবার বিকেলে ওই কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
এরআগে দুপুরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলরত শিক্ষার্থীদের মধ্য থেকে চারজনকে ‘ধরে নিয়ে’ যাওয়ার খবর ছড়িয়ে পড়ার পর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে হামলা হয়। এসময় কার্যালয় লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটে।
ওই প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে হামলা চালানো হয়েছে। ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। যারা হামলা করেছে তারা কেউ ছাত্র নয়।
তিনি বলেন, ছাত্রছাত্রীদের আন্দোলনে বিএনপি-জামায়াত অনুপ্রবেশ করেছে। ছাত্রদল ও শিবিরের লোকজন স্কুল-কলেজের ইউনিফর্ম পরে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মিশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালাচ্ছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, হামলাকারীরা পাথর ছুড়েছে। পাথরের নমুনা দেথে আমি বলতে পারি, এই হামলা পরিকল্পিত ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। পাথরগুলো সচরাচর রাস্তায় পাওয়া যায় না; এগুলো শিলা পাথর।
ওবায়দুল কাদের অরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ধৈর্য ধরে আছে। তারা কঠোর হবে কিনা তা প্রধানমন্ত্রীর নির্দেশের ওপর নির্ভর করছে। কিন্তু আমরা কতদিন ধৈর্য ধরতে পারবো তা ভাবনার বিষয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার দুপুর দুইটার পরে নিরাপদ সড়কের দাবিতে আন্দোলনকারীদের মধ্যে চার শিক্ষার্থীকে ‘ধরে নিয়ে’ যাওয়া হয়েছে বলে অভিযোগ ওঠে। এসময় সাইন্সল্যাব এলাকা ও জিগাতলা মোড়ে অবস্থান নেওয়া শিক্ষার্থীরা ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ের দিকে ছুটে যায়।
এক পর্যায়ে কার্যালয়ে থাকা আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে তাদের সংঘর্ষ ও ধাওয়া- পাল্টা ধাওয়া হয়। এসময় কার্যালয় লক্ষ্য করে ইট পাটকেল ছুড়তে থাকে শিক্ষার্থীরা।